নোটিশ :
সারাদেশে জেলা উপজেলায় মাল্টিমিডিয়া রিপোর্টার নেবে গুড নিউজ বাংলা, আগ্রহীদের জি মেইলে সিভি পাঠানোর জন্য অনুরোধ করা গেল gdnd2025@gmail.com
সংবাদ শিরোনাম:
এখন সবাই বাহবা দিচ্ছে! আগে আপাকে দিত ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা করলেন নববধূ ভারতের প্রায় ৩শ’ মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিলো প্রশাসন আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রসঙ্গে শেখ হাসিনার বক্তব্য সোশ্যাল মিডিয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে অপরাধী বানিয়ে দিল আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস নিউজিল্যান্ডের পুলিশ ইউনিফর্মে হিজাব যুক্ত করলো সাকিব আল হাসান: পূজায় যোগ দেয়া নিয়ে যা বলছেন কলকাতার আয়োজকরা ছাগল: ব্ল্যাক বেঙ্গল গোট যেসব কারণে অনন্য আমেরিকা নির্বাচন ২০২০: প্রেসিডেন্ট নির্বাচনে জেতার চাবিকাঠি কেন ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোর হাতে
প্রস্তাব নাকচ করায় মালভীর উপর ছুরিকাঘাত

প্রস্তাব নাকচ করায় মালভীর উপর ছুরিকাঘাত

সোমবার রাতে ভরসোভা এলাকার একটি ক্যাফে থেকে বের হচ্ছিলেন মালভি মালহোত্রা। ওই সময় একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায় অভিনেত্রীর সামনে। গাড়ি থেকে নেমে আসা ব্যক্তির সঙ্গে কথা বলতে না চাইলে অভিনেত্রীর উপর ছুরি নিয়ে হামলে  করেন যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তি।  এরপরই তাকে পরপর আঘাত করা হয়। এ ঘটনায় ক্ষতবিক্ষত হয় অভিনেত্রীর শরীর।

জি নিউজ জানায়, মালভি মালহোত্রার সঙ্গে যোগেশকুমার মহীপাল সিংয়ের পরিচয় হয় বছরখানেক আগে। তারপর থেকে দু’জনে কথা বলতে শুরু করেন। পরিচয়ের পর মালভিকে বিয়ের প্রস্তাব দেন যোগেশকুমার। যা ফিরিয়ে দেন অভিনেত্রী। এরপর থেকেই দুজনের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। অভিনেত্রীর দাবি, মহীপাল সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠলেও তিনি কিছুতেই ওই ব্যক্তিকে বিয়ে করতে রাজি হননি।

ওইদিন রাতে ক্যাফে থেকে বের হতেই মালভির সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায়। প্রকাশ্য রাস্তায় মালভিকে বিয়ের প্রস্তাব দিলে মহীপালের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন অভিনেত্রী। এরপরই মালভির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি।

ওই ঘটনার পরপরই মালভিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই যোগেশকুমার মহীপাল সিং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com